পৃষ্ঠা

Monday, February 2, 2015

::::::: সময় থাকতে দাঁতের যত্ন নিন :::::::

দাঁত অমূল্য সম্পদ। খাবার চিবানো কিংবা কথা বলতে সাহায্য করা ছাড়াও ভুবন ভোলানো হাসি তৈরিতে দাঁতের জুড়ি নেই। দাঁতের বাইরের ঝকঝকে সাদা আবরণকে বলা হয় এনামেল। এ এনামেল দাঁতকে প্রতিরক্ষা দেয় বিভিন্নভাবে। তাই এনামেল ক্ষতিগ্রস্ত হলে দাঁতের আসল গঠনই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির মধ্যে পড়ে যায়। দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয় এমন একটি রোগ হচ্ছে ডেন্টাল ক্যারিজ। দাঁতের ক্ষয়রোগ বা ডেন্টাল ক্যারিজের (tooth decay/dental caries/দন্তক্ষয়) অন্যতম কারণ হচ্ছে ডেন্টাল প্লাক। দাঁতের গায়ের এ ময়লা আস্তরণ দাঁত ব্রাশ করে দূর করা সম্ভব হয় না। এ জন্য দাঁত স্কেলিং করতে হয়। কিন্তু অনেকেরই ধারণা দাঁত স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয়। কেউ কেউ ভাবেন এতে দাঁত পাতলা হয়ে যায়, দাঁত ভঙ্গুর হয়ে পড়ে।আবার কেউ কেউ মনে করেন যে স্কালিং করলে দাঁতের মাড়ি নিচের দিকে নেমে যাই, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, দাঁত স্কেলিং   স্কেলিং (Scaling)   করালে দাঁতের ক্ষতি হয় না কিংবা দাঁত পাতলা হয়ে যায় না। বরং স্কেলিং (Scaling) না করার ফলে দাঁতের গোঁড়ায় ক্যালকুলাস বা পাথর জমতে জমতে মাড়ি নিচের দিকে নামতে থাকে, স্কেলিং করে পরিস্কার করলে ওটা দৃশ্যমান হয় মাত্র। বিশেষজ্ঞরা মনে করেন, এতে করে দাঁত পরিষ্কার হয় এবং মুখে দুর্গন্ধ থাকে না। এবং দাঁত ও মাড়ি ভাল থাকে, দাঁত রক্ষা পায়  দন্তক্ষয় এর মতো বেশকিছু ক্ষতির আশঙ্কা থেকে।

আজকাল দাঁত স্কেলিং  করার জন্য আলট্রাসনিক স্কেলিং পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এটি একটি সহজ ও নিরাপদ পদ্ধতি। এ পদ্ধতিতে দাঁতের গায়ে লেগে থাকা ডেন্টাল প্লাক/দাঁতের পাথর ও দাগ দূর করা যায়। দাঁতের এ দাগ এটা-সেটা দিয়ে তোলা উচিত নয় বরং তাতেই দাঁতের ক্ষতি হতে পারে।

ধন্যবাদ সবাইকে, ভাল থাকুন সবাই...।।
 ডা. তুহিন শর্মা
 ওরাল হেলথ্ ও রিসার্চ সেন্টার
       (সনোল্যাবের পাশে)
        ধাপ, জেল রোড; রংপুর।

No comments:

Post a Comment