পৃষ্ঠা

Monday, February 16, 2015

স্কেলিং (Scaling) কী ও কেন?

স্কেলিং কী ও কেন? (What's Scaling & Why?)

আমরা জানি দন্তক্ষয় /tooth decay/dental caries  সম্পর্কে, যার সূচনা হিসেবে দাঁতের গোড়ায় লেগে থাকা খাদ্যকণা ও খাদ্যকণা একসময় বিভিন্ন প্রক্রিয়ার ফলে জমে শক্ত হয়ে পাথর (Calculus) হয়ে যাওয়া দায়ী। এই পাথরে আবার আরো বেশি করে খাবার জমে জমে আরো বড় হয়ে যায়; যার ফলে মাড়িতে প্রদাহ (Inflammation of gum) হয়, দাঁতের চারপাশের অংশে প্রদাহের (Periodontitis) সৃষ্টি হয়। দাঁতের মাড়ি নীচের দিকে নেমে যায়, একসময় দাঁতের ভিত্তি দুর্বল হয়ে দাঁত নড়তে শুরু করে, অনেক সময় সেই দাঁত আর রাখা সম্ভব হয় না। এই দাঁতের গোঁড়ার পাথর ব্রাশ করে পরিষ্কার করা সম্ভব নয়; আর তাই একজন ডেন্টিস্ট এর মাধ্যমে স্কেলিং (Scaling) করে নেয়ার প্রয়োজন হয়।

পূর্বে হাত দিয়ে হ্যান্ড স্কেলারের মাধ্যমে দাঁতের মাড়ি থেকে পাথর পরিস্কার করা হতো, কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আবিস্কার আল্ট্রাসোনিক স্কেলার মেশিনের সাহায্যে স্কেলিং করা হয়; যা সম্পূর্ণ নিরাপদ ও ব্যাথামুক্ত পদ্ধতি।

কখন বুঝবেন স্কেলিং (Scaling) করে নিবেন?
-- আপনার মাড়ি থেকে কী রক্ত পড়ে?
-- মুখে দুর্গন্ধ হয়?
-- বিগত ৬ মাস আগে কী স্কেলিং করিয়েছিলেন? না করলে এখনি করে নিতে পারেন।

সাধারনত বছরে দুইবার স্কেলিং (Scaling) করে নিতে হয়।

মাড়ি থেকে রক্ত পড়া , মুখের দুর্গন্ধ দূর করা ও সজীব হাসি, প্রাণবন্ত দাঁত টিকিয়ে রাখতে হলে আর বিকল্প নেই।
তাই স্কেলিং করে নিন, সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করুন, ডেন্টাল ফ্লস ব্যাবহার করুন ।

সুস্থ্য থাকুন, নীরোগ থাকুন।
ধন্যবাদ।

No comments:

Post a Comment