পৃষ্ঠা

পাতা ২

 হাতুড়ী ডেন্টিস্ট চিনবেন কীভাবে?

আমরা প্রায়ই দাঁতের চিকিৎসার প্রয়োজনে ডেন্টিস্টের কাছে যাই। কিন্তু আপনি কী জানেন, যে আপনি যে ডাক্তারের কাছে গেলেন উনি আসলেই ডাক্তার কিনা?

চিনবেন কীভাবে?

১) সাইনবোর্ডে কী তার নাম লেখা আছে?
২) নামের শেষে কী বিডিএস কথা লেখা আছে?
৩) যিনি আপনার মুখে কাজ করছেন উনিই কী সাইনবোর্ডের নামধারী ডাক্তার?
৪) তাঁর কী বিএমডিসি রেজিঃ আছে?
৫) তিনি কী প্রত্যেক রোগীর জন্য আলাদা যন্ত্রপাতি এবং তা অটোক্ল্যাভ  মেশিন দ্বারা জীবানুমুক্ত করে ব্যাবহার করছেন?
৬) হাতে গ্লোভস , মুখে মাস্ক ব্যাবহার করছেন?
৭)  ডিসপসিবল সিরিঞ্জ ব্যাবহার করছেন?

 হাতুড়ী ডেন্টিস্ট নামধারী লোকের কাছে  চিকিৎসার পরিণতিঃ

১) অন্যের শরীরের রোগ ( যেমন- জন্ডিস, হেপাটাইটিস বি, সি, এইডস )নিজের শরীরে ডেকে আনা।
২) অস্টিওমাইলাইটিস, সেলুলাইটিস এর মতো প্রানঘাতি রোগে আক্রান্ত হওয়া।

এবার সিদ্ধান্ত আপনার!! সামান্য কিছু টাকা বাঁচাতে কেন নিজের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিবেন?

No comments:

Post a Comment