পৃষ্ঠা

Wednesday, May 6, 2015

নেপালের জন্য ভালোবাসা

dental treatment bd
গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে নেপাল। ভুমিকম্পের এমন ভয়াল রূপ সেখানকার মানুষ আগে দেখেনি। বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ আর চিকিৎসার অভাবে সেখানকার মানুষ মানবেতর জীবন যাপন করছে।
সেখানকার রাজা তাই আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন। হাত বাড়িয়ে দিয়েছেন তাই অনেকেই। কিন্তু প্রয়োজনের তুলনায় সে সাহায্য খুব সামান্য হওয়ায় আরো সাহায্য দরকার। বন্ধুত্বপ্রতিম নেপালীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে বাংলাদেশ সরকারও।

 উল্লেখ্য, নেপালি স্টুডেন্টদের বড় একটি অংশ বাংলাদেশে পড়ালেখা করে। তাই সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াতে এবং নেপালিদের প্রতি সহানুভুতি প্রদর্শন করতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এর পক্ষ থেকে একটি র্যা লির আয়োজন করা হয়। র্যারলিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উৎস: http://healthnewsbd.com/tips/374# 


No comments:

Post a Comment