নিজের ভালো চিকিৎসার স্বার্থেই আপনি আপনার
ডেন্টাল সার্জন / ডেন্টিস্ট’ (Dentist) এর কাছে কোন তথ্য
লুকাবেন না । যে তথ্যগুলো অবশ্যই বলবেন তা হলো:
১। আপনার রোগের পূর্ণ ইতিহাস; যেমন কতদিন
থেকে আপনার দাঁতের ব্যাথা, পূর্বে অন্য কোথাও উক্ত
দাঁতের কোন চিকিৎসা করেছিলেন কিনা?,

থাকলে দেখাবেন।।
২। আপনার হার্টের কোন সমস্যা আছে কিনা বা কোন
মেজর অপারেশন হয়েছিল কিনা তা বলবেন।।
৩। আপনার শরীরের কোন অংশ কাটা গেলে যদি প্রচুর
পরিমাণে রক্তপাত হয় বা সহজে রক্তপড়া বন্ধ না হয়
তবে তা বলবেন।।
৪। আপনি অন্যকোন রোগের ওষুধ খাচ্ছেন
কিনা [ বিশেষ করে এসপিরিন জাতীয় যেমন
ইকস্প্রিন ], খেলে ওষুধের নাম বা প্রেস্ক্রিপসন
দেখাবেন।।
৫। আপনার কিডনির কোন
সমস্যা আছে কিনা [যা আপনি জানেন] তা বলবেন।।
৬। আপনার যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস,
বাতজ্বর, এ্যাজমা বা হাঁপানি থাকে তবে তা নিজ
থেকে অবশ্যই জানাবেন।।
৭। আপনার যদি জন্ডিস হয়ে থাকে বা ২ মাস
আগে হয়েছিল এমন হয় তবে তা আপনি অবশ্যই
জানাবেন।।
৮। আপনি যদি জানেন যে, আপনি HIV পজিটিভ
তবে তা জানাতে দ্বিধাবোধ করবেন না।।
৯। মায়েদের ক্ষেত্রে যদি কেউ গর্ভবতী থাকেন,
বা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন এমন হয়
তবে তা আপনার ডেন্টিস্ট কে জানাতে ভুলবেন না।।
আপনি চাইলে সবাইকে সচেতন করতে পারেন,
পোস্টটি শেয়ার করার মাধ্যমে।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, নিজের দিকে খেয়াল
রাখুন। ধন্যবাদ সবাইকে।
ডা. তুহিন শর্মা
ডেন্টাল সার্জন (Dentist)
No comments:
Post a Comment